
তথ্য ও যোগাযোগের প্রযুক্তি মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও – যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে ‘‘ভিশন ২০২১’’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। পঞ্চগড় জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নূতনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে সকল শিক্ষকদের নিয়ে ‘‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’’ বিষয়ক অভ্যন্তরিন প্রশিক্ষন সম্পন্ন করেছে। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।
উত্তরবঙ্গের একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নূতনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়। অন্যতম শ্রেষ্ট বিদ্যাপিঠ নূতনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয় ১৯৬২ সালে স্থাপিত হয়। পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার অন্তর্গত নূতনহাটে বিদ্যালয়টি অবস্থিত। জ্ঞান পিপাসু, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ অত্র এলাকার জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো জ্বালাবার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়বার মহতী উদ্যোগ গ্রহণ করেন। সাড়াও পাওয়া যায় ব্যাপক। একে একে অনেকেই এগিয়ে আসেন ভূমি ও অর্থ নিয়ে। গড়ে ওঠে শিক্ষার এক আলোকবর্তিকা।
শুরুতে ছোট হলেও, পরে বিভিন্ন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, প্রশাসক ও স্থানীয় জনগণের বিপুল উৎসাহে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে এক মহীরুহ। প্রথম থেকেই এই বিদ্যালয়ের সাফল্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিদ্যালয় থেকে বের হয়ে অনেকেই শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার, নামকরা শিক্ষাবিদ হয়ে দেশের সেবা করে যাচ্ছেন।
মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা। শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা। শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই। তাই নূতনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয় দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে। উত্তরাঞ্চল তথা সমগ্র বাংলাদেশে যে কয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নূতনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহে তাদের অন্যতম।